বৃহস্পতিবার, ০১:৩৯ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এম.এ শোয়েবের শুভ জন্মদিন আজ

দিদার সরদার - হংকং
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আজ ১লা জুন, স্বনামধন্য সঙ্গীত শিল্পী, গীতিকবি, সুরকার ও লেখক এম এ শোয়েব ভাইয়ার শুভ জন্মদিন! বাংলাদেশের প্রথম অডিও এ্যালবামের শিল্পী তিনি! এ্যালবামটি প্রকাশ হয় ১৯৮১ সালে। নাম ছিল- ‘হিটস অফ এম এ শোয়েব’। গীতিকবি ছিলেন- এম এ শোয়েব। সংগীত পরিচালনায় ছিলেন- জাহিদ হোসেন। এ্যালবামটি বাজারে এনেছিলো- ডিসকো রেকর্ডিং। এক বছরে এ্যালবামটির প্রায় ৪০ লাখ ক্যাসেট বিক্রি হয়েছে। এই এ্যালবামে’র অন্যতম জনপ্রিয় গান- “আজ থেকে বারটি বছর, তুমি আর আমি ছিনু কিশোরী কিশোর…” সেই সময়ে প্রতিটি অলিগলিতে টু-ইন-ওয়ানে

বাজতো এই গান। একসময়ের তুমুল জনপ্রিয় এই গান দিয়ে পরিচিতি পেয়েছিলেন এম এ শোয়েব ভাইয়া। ক্যাসেটের অন্য গানগুলো- ‘আফ্রিকা…’, ‘ওরে আমার মন…’, ‘মা তোর লক্ষ ছেলের একটি ছেলে…’ প্রভৃতি ছিল শ্রোতাদের কাছে ভীষণ পছন্দের। আজো তিনি সমান জনপ্রিয়!
সেই সময়ে তিনি নিয়মিত সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশ টেলিভিশনে, টেলিভিশনেও তাঁর জনপ্রিয়তা ছিল। তখন একটি মাত্র চ্যানেল ছিল ‘বিটিভি’। বিটিভি’তে গাওয়া তাঁর প্রথম গান “আজ থেকে বারোটি বছর…” আল মনসুরের শিউলি মালা অনুষ্ঠানে। এরপর আবদুল্লাহ্ আবু সায়ীদ স্যারের ‘সপ্তবর্ণা, ‘মানচিত্র’, ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’, কবি আসাদ চৌধুরীর ‘প্রচ্ছদ’, এ ছাড়া ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ মেলা’, হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে গেয়েছেন। প্রায় ৩০টির মত চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। এ পর্যন্ত তাঁর ১৪টি অ্যালবাম‌ প্রকাশিত হয়েছে। তাঁর নিজের লেখা ও সুরে গেয়েছেন প্রায় পাঁচশত’র বেশি গান। ২০০৮ সালে গ্র্যান্ড ক্যানিয়ন স্টেটে “সুর ও বানী” নামে একটি সঙ্গীতের স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলে তিনি বাংলা ভাষাভাষীদের গান শেখান। তিনি চান আজীবন যেন গানকে ধরে রাখতে পারেন। এছাড়াও তিনি নিয়মিত দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
আজ আমাদের প্রিয়, ঐতিহাসিক সেই শিল্পী এম এ শোয়েব ভাইয়ার জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় শোয়েব ভাইয়া। নতুন ইতিহাস নির্মানের কথা মনে করে আজও আপনাকে স্যালুট জানাই। ইতিহাসে আপনার নাম চির অম্লান হয়ে থাকবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি! ভালো থাকবেন সবসময়! অনেক অনেক দোয়া ও শুভ কামনা অবিরাম

Lion Didar Shardar
Lions Clubs International
Director , LCIF Clubs Coordinator
Lions Club of Dhaka Shamoli, District 315 B1 Bangladesh
International Media Journalists With
Publishing Editor
Literary Culture Organizer – Director
Human Rights Activist Organizer

Human for Humanity International Foundation

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com