ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালে উগ্রবাদী হামলায় জড়িত বেঁচে থাকা একমাত্র আসামি সালাহ আবদুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।
মামলার রায়ে তাকে হত্যা ও হত্যা প্রচেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ফ্রান্সে এটাই হচ্ছে সর্বোচ্চ সাজা এবং এ ধরনের সাজা দেয়ার ঘটনা অনেকটাই দুর্লভ।
বুধবার মামলার রায় ঘোষণার সময় বিচারক দলের নেতৃত্বে ছিলেন জ্যঁ-লুই পেরিস। তিনি বলেন, আসামি আবদুস সালাম কারাগার থেকে কোনো ধরনের প্যারোলে মুক্তি পাবেন না।
মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আবদুস সালামের বিরুদ্ধে রায় ঘোষণার মাধ্যম এ মামলার ৯ মাসের কার্যক্রম শেষ করা হলো। ২০১৫ সালের ১৩ নভেম্বর রাতে আইএস উগ্রবাদীরা ওই হামলা চালায় এবং এতে অন্তত ১৩০ জন নিহত হন। হামলা হয় প্যারিসের বাটাক্ল্যান মিউজিক হলে, ছয়টি বার, রেস্টুরেন্ট ও একটি স্টেডিয়ামে।
হামলার জন্য আদালতে আবদুস সালাম নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু আদালত তার কথায় গুরুত্ব দেয়নি।
হামলায় অংশ নেয়া অন্য নয় উগ্রবাদী বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেদেরকে উড়িয়ে দিয়েছে অথবা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।