শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নিপ্রতিরোধ ও নিরাপত্তা : আমাদের সম্প্রদায়কে রক্ষা করা’ শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘ভবনের কার পার্কিংয়ে কোনো শপিং মল বা বাজার থাকতে পারবে না।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নিপ্রতিরোধ ও নিরাপত্তা : আমাদের সম্প্রদায়কে রক্ষা করা’ শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘ভবনের কার পার্কিংয়ে কোনো শপিং মল বা বাজার থাকতে পারবে না।
মেয়র আতিক বলেন, ‘ঈদের ছুটিতে আমরা অনেকেই বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানের যেসব স্থানে মশার প্রজনন হবে, যেমন—বাথরুমের কমোড, ফুলের টব অবশ্যই ঢেকে যেতে হবে। এ ছাড়া ভবনের ফুলের টব বা রঙের খালি কৌটা যদি থাকে এগুলো ঢেকে যেতে হবে।
গোলটেবিল বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।