আমাদের আদরের মেয়ে ফাতেমা তাবাসুম রহমান জানভির বিয়ে আগামী ১০ তারিখ,রোববার, সন্ধ্যা সাতটায়। অনুষ্ঠান জাবালে কনভেনশন হলে। বসুন্ধরা ডালি পয়েন্টে, এভার কেয়ার হাসপাতালের ঠিক পিছনে। যারা ঢাকায় আছেন তাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে এবং যারা দূরে আছেন তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দাওয়াত দিতে হচ্ছে। খুব অল্প সময়ের নোটিশে সব কিছু হওয়াতে সবাইকে হাতে হাতে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়টা সহজভাবে নিবেন। যারা সশরীরে আসতে পারবেন জানাবেন। যারা দূরত্ব ও সময়ের কারণে আসতে পারবেন না তারা দোয়া করবেন জানভি ও সাহিল এর জন্য।
যে কোন প্রয়োজনে – ০১৭৪৯৪০০০০
ধন্যবাদান্তে ঃ~
টিপু রহমান —
প্রতিষ্ঠাতা পরিচালক
জাতীয় কবি পরিষদ।
সাবেক ক্রিকেটার।