ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় নিহত হয়েছেন ২৬০ জন। সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইথিওপিয়ার পশ্চিম ওরোমিয়া অঞ্চলে গাম্বি জেলায় এই ঘটনা ঘটে। ওই অঞ্চলে সংখ্যালঘু আমহারা সম্প্রদায়ের মানুষের উপর বন্দুকধারীরা এসে নির্বিচারে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ২৬০ থেকে ৩৫০ জন মারা গেছেন। গত কয়েক বছরের মধ্যে এটাই সহিংসতার সবচেয়ে বড় ঘটনা।
ওই ঘটনায় বেঁচে যাওয়া মানুষ, মানবাধিকার কমিশন, আঞ্চলিক কর্তৃপক্ষের দাবি, ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) এই আক্রমণের পিছনে দায়ী। তবে ওএলএ এই ঘটনার দায় স্বীকার করেনি। তারা বলেছে, সেনাই এর জন্য দায়ী।
ইথিওপিয়ায় ওএলএ নিষিদ্ধ সংগঠন। তারা ওরোমো লিবারেশন ফ্রন্টের শাখা সংগঠন। এই ফ্রন্ট একসময় নিষিদ্ধ ছিল। কিন্তু অ্যাবি আহমেদ প্রধানমন্ত্রী হওয়ার পর ওই ফ্রন্টের নেতারা দেশে ফেরেন।
গতবছর ওএলএর সাথে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের সমঝোতা হয়। তারপর তারা সেনাবাহিনীর সাথে দীর্ঘ দিন ধরে লড়াই করছে।
ওই আক্রমণের পরে বেঁচে যাওয়া একজন বলেছেন, আক্রমণকারীদের উদ্দেশ্য হলো, আমাদের এই অঞ্চল থেকে তাড়ানো। আমাদের বাড়ি ও সম্পত্তিও তারা নষ্ট করে দিয়েছে। তিনি এখন প্রাণে বাঁচতে নিজের পৈত্রিক ভিটেতে ফিরবেন বলে জানিয়েছেন।