একটি সুন্দর পৃথিবী চাই
সে কোথায় লুকিয়ে আছে!
একটু গভীর ভাবে ভেবে যদি দেখি
সে আমার হৃদয় আঙিনায় ।
একটি নান্দনিক সমাজ চাই
খুঁজে তা কোথায় পাই?
ঘুমিয়ে যখন পরি
তখন আমার স্বপ্নে পাই ।
একটি সৃজনশীল মানুষ চাই
কোথায় তা খুঁজে পাই
একজন স্বার্থ বিহীন কবি যখন
কবিতা লেখে সেখানেই তাঁকে পাই ।
একজন মানুষ খুঁজি! কিন্তু কোথায় পাই?
যখন দেখি তাঁর কোন কিছু চাওয়া পাওয়ার নাই
শুধু মানবতা নিয়ে ব্যস্ততায় দিনে রাত্রিতে
কঠোর শ্রম বিনিময় করে যায় মানবতায় ।