সফরের প্রথম টি-টোয়েন্টিতেই স্বাগতিক শ্রীলঙ্কাকে হারের স্বাদ দিল অস্ট্রেলিয়া। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ উইকেটে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল অজিরা।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান তুলতে পারে স্কোর বোর্ডে। দলের পক্ষে আসালাঙ্কা ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন, ৩৬ রান করেন কুশল মেন্ডিস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন কেন রিচার্ডসন।
১২৫ রানের টার্গেটে খেলতে নেমে অজিরা যে খুব ভালো খেলেছে তা বলা যায় না; ১৭ ওভার ৫ বলে যখন তারা জয়ের বন্দরে পৌঁছায়, তখন তাদের উইকেট নেই ৭টা। মাঝে একাধিকবার জয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ান শিবিরে। তবে উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েড রিচার্ডসনকে নিয়ে শেষ কাজটি করে আসেন। আর দল জয় পায় ৩ উইকেটের। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ৪টি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৯ উইকেটে ১২৪ রান। ওভার : ২০। অস্ট্রেলিয়া : ৭ উইকেটে ১২৬ রান। ওভার : ১৭ ওভার ৫ বল। ম্যান অব দ্য ম্যাচ : ম্যাথু ওয়েড