পবিত্র ঈদুল আজহার পশু কেনাকাটা প্রায় শেষ করে ফেলেছেন অনেকেই। এখন অপেক্ষার প্রহর গুনছেন কোরবারির পশু জবাই করার জন্য। সেই সাথে পশু কাটার জন্য কাঠের খাইট্টা ও হোগলার পাটি কেনায় ব্যস্ত সময় পার করছেন অনেকেই। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে অস্থায়ী দোকান বসেছে বিভিন্ন এলাকায়। ঈদের আগের দিনে বিক্রিও বেড়েছে। তবে বৃষ্টির কারণে খাইট্টা ও হোগলার পাটি বিক্রিতে বিঘ্ন ঘটছে।
বিভিন্ন যায়গায় দেখা যায় কোরবানির পশুর গোশত কাটা এবং রাখার জন্য হোগলার পাটি ও কাঠের খাইট্টা বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে। তেঁতুল, চাম্বল, রেইনট্রি, কড়ই, আম গাছের খাইট্টা রয়েছে। তেঁতুল গাছের খাইট্টা বেশি মজবুত হয়। এর কদর বেশি, তাই দামও বেশি বলে জানান বিক্রেতারা।
এক ক্রেতা বলেন, আমি দুটি পাটি কিনেছি। দাম রেখেছে ৩২০ টাকা।