কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে রোববার রাতে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। প্যারাগুয়ের লুক শহরে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ছিল ব্রাজিলের। দ্বাদশ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন আন্দ্রে।
এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বেত্তনির গোলে ম্যাচে সমতায় ফিরে আলবিসেলেস্তারা। এরপর ম্যাচের শেষ দিকে ক্যাসকো গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ফলে শিরোপা জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এবারের কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু।