আমার লাশ দান করে দিলাম
তোমার শহর থেকে দূরবর্তী কোনো
এক মেডিকেল কলেজে।
চিকিৎসকেরা আমার শরীর নিয়ে এনাটমি করে
যখন খুব ক্লান্ত হবে কিছু না পেয়ে-
তখন, আমার হৃদপিণ্ডের কোনো এক জায়গায়
তোমার নামটি রক্তাক্ষরে খোঁদাই করা
দেখতে পাবে নিশ্চিত।
যদিও, তোমার মনে আমার জন্য
বাজবে না কখনোই কষ্টের
বিষণ্ণ ভায়োলিন !
সব পথই হারাতে জানে-
শুধু, আমার লাশের খবর তুমি আর
পাবে না কোনো দিন কোনো শহরে
কোনো এভিনিউতে।