ফিরতে চেয়েছিল আকাঙ্ক্ষিত গন্তব্যে
শেষ বিকেলে
যে ট্রেন আসার কথা ছিল।
নিয়ন্ত্রণ হারিয়েছে প্রকৃতি, নিমন্ত্রিত পথ ফিরে গেল অন্য পথে!
প্রত্যাশা আর আবেগী অবগাহনে ভেজা বিকেল অপেক্ষার ঢেউ তোলা সময় পালিয়ে যায় দৃষ্টির আড়ালে।
অনেকগুলো অঙ্কুর জন্ম হয়েছিল দৃষ্টির আড়ালে,
রং তুলির আঁচড় না পাওয়ার ব্যর্থতায় অপমৃত্যু
জেনে-বুঝে চরিতার্থ করে নীল নকশা
সেদিন রাত্রি কেঁদেছিল
কেঁদেছিল অজস্র সময়
কেঁদেছিল হাসপাতালের বিছানা।
কিন্তু
অনর্থক সম্পর্কের নিরর্থক বন্ধন ঝুলে রয় ললাটে।
অনেকগুলো কুকুর বন্ধুত্বের আদলে
একাকীত্ব জীবনে পাহারাদার
ওরা শরীর চয়না
চায় না অবাঞ্চিত মৃত্যু
কিংবা
অসম সম্পর্ক
তিন বেলা পেটে ভাতে জীবন বাজি রাখে
চোখের পর্দা সরালেই হয়ে যাও প্যারালাল
শুধু বোধের পার্থক্য।
সময় কি হয়নি ফেরার!
কে আসবে কাছে
সময়
নাকি ট্রেন ?
নাকি প্ল্যাটফর্ম যাবে আকাঙ্ক্ষিত গন্তব্যে?