রক্তের বিনিময়ে কেনা বর্ণমালা! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
সময়ের পরিক্রমায় দুয়ারে আবারও আরেকটি মহান একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তার পরেই মহান একুশের প্রথম প্রহর।
যাদের রক্তের বিনিময়ে কেনা হয়েছিলো বাংলা ভাষা, সেই সব ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। প্রস্তুত স্মৃতির মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারে সব আয়োজনে চলছে শেষ মুহূর্তের ছোঁয়া। রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করার পর মন্ত্রী ও বিদেশি কূটনীতিকসহ ভিআইপি ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে শহীদ মিনার।
ইতিহাস বলে, বাংলা ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে, দিতে হয়েছে জীবন। পিচঢালা কালো পথ রক্তে রাঙানোর বিনিময়ে অর্জিত এই ভাষা; প্রাণের ভাষা, মায়ের ভাষা ‘আমরি বাংলা ভাষা’।আর সেই ইতিহাসের আলো দেশের সীমানা পেরিয়ে বিশ্বকে করেছে আলোকিত, যে আলোয় উদ্ভাসিত হয়েছে বীর বাঙালীর রক্ত দানের বীরত্বগাঁথা কতকথা। পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার বিরল সম্মান, যা ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপি পালিত হয়ে থাকে শ্রদ্ধা ও সম্মানের সাথে।
যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই মর্যদা সেই মহাৎপ্রাণ আবুল বরকত, রফিক, শফিক, জাব্বার, সালামসহ নাম না জানা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি।