সোমবার, ০৬:৫৬ পূর্বাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সুইডেন ন্যাটোর সদস্যপদ পায় কী করে দেখি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৭৮ বার পঠিত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ভয়ঙ্কর বর্ণবাদী ও ধর্মবিদ্বেষকে উসকে দেওয়া সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার আশা করা উচিত না। কারণ এ জঘন্য কাজের পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তুরস্ক এ দেশটিকে আর সমর্থন দেবে না। খবর বিবিসির।

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার ঘটনায় এ মন্তব্য করেন এরদোগান। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেন যেন আমাদের কাছ থেকে সমর্থন পাওয়ার আশা না করে। পরিষ্কার করে বলে দিচ্ছি যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের জঘন্য কাজ করতে পারে, তারা আমাদের কাছ থেকে বিন্দুমাত্র সহায়তা পাবে না।’

কুর্দিদের বিক্ষোভের অনুমতি দেওয়ার সুইডিশ সরকারের সিদ্ধান্তকে অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে দাবি করেন এরদোগান। তিনি বলেন, ‘কোনো ধর্মকে অপমান করার অধিকার কারও নেই। আর আমরা সব সময় সততার সঙ্গে কথা বলি। আমাদের স্পষ্ট বক্তব্য যখন কেউ আমাদের অসম্মান করবে, তখন আমরাও তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। যদি তুরস্ক ও মুসলিমদের প্রতি সুইডেন কোনো সম্মান না দেখায়, তা হলে ন্যাটোসংক্রান্ত কোনো বিষয়ে আমরা তাদের সহায়তা করব না।’

তুরস্ক যেহেতু আগে থেকেই ন্যাটোর সদস্য, সেহেতু এটি অন্য দেশকে এ সামরিক জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। এরই মধ্যে দেশটি সুইডেনের কাছে বেশ কিছু দাবি পেশ করেছে, যার মধ্যে কিছু কুর্দিদের প্রত্যর্পণের বিষয়ও রয়েছে। দুই সপ্তাহ আগে স্টোকহোমের তুরস্ক দূতাবাসের সামনে এরদোগানের কুশপুত্তলিকা পোড়ান সুইডেনের কিছু কুর্দি বিক্ষোভকারী। এ ঘটনায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পাল জনসনের সফর বাতিল করতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com