ছাত্রদের ব্যবহার করে একটি মহল নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (০১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, সোমবার রাতে রামপুরায় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক। কিন্তু এই ঘটনার পর ১৫টি বাসে আগুন দেয়ার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে জানান তথ্যমন্ত্রী। ছাত্রদের আন্দোলনে কালিমা লিপ্ত করার জন্য একটি পক্ষ মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, বিএনপি গত ১২ বছর ধরে সরকার পতনের হুমকি দিয়ে আসছে। তবে আওয়ামী লীগ মাঠে নামলে তাদের অস্তিত্ব থাকবে না বলে জানান তথ্যমন্ত্রী।