টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও নামিবিয়া। তবে প্রথমে ব্যাট করতে নামা নামিবিয়া শুরুতে বিপদে পড়লেও জান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিতের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের ভালো সংগ্রহ পেয়েছে।
আজ রোববার গিলংয়ে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। তবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে দুই উইকেট হারায় নামিবিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির ৯৩ রানে আরও ৪ উইকেটের পতন হয়।