রবিবার, ০৭:৫৪ পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন জি এম কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে রংপুর-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, রংপুরে জি এম কাদেরের মনোনয়নপত্র তোলার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জাতীয় পার্টি। ৩০০ আসনে মনোনয়ন দেওয়া নিয়ে প্রার্থী বাছাই কার্যক্রম চলমান। দলের চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন তুললেও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন মোস্তফা। জাপার ক্ষেত্রেও কমিশনের প্রতি নির্বাচনে সমান আচরণবিধি প্রয়োগের দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনমুখী দল জাতীয় পার্টি। দলটির জনপ্রিয়তা দেখে সরকারের ছত্রছায়ায় থাকা কিছু ষড়যন্ত্রকারী একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তারা জাপাকে ট্যাগ লাগিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। অথচ, জুলাই বিপ্লবে আমাদের অংশগ্রহণ এবং সমর্থন ছিল যা দেশবাসী ক্লিয়ার জানে। তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আবেদন, সারাদেশে আমাদের প্রার্থী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি গ্রহণ করেছে। তাদেরকে সমানসংখ্যক আচরণ বিধির আইনী সুরক্ষা দিতে হবে।’

প্রায় তিন যুগ ধরে রংপুর-৩ আসনটি টানা দখলে রেখেছে জাতীয় পার্টি। এবার আসনটি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের একজন মনোনয়ন সংগ্রহ করায় শুরু হয়েছে আলোচনা। জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা সভাপতি আজমল হক লেবু, হাজি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com