জলরঙা সেই নদীর ধারে
হাসনাহেনা গন্ধ ছড়ায় ,
মন খারাপের কাব্যগুলো
আকাশ জুড়ে বৃষ্টি ঝড়ায় !
জীবনের গতি মোহিনী মায়ায় !
উদাসী মন দ্যোতনায় হারায় !
তুমি তখন কোন্ মোহনায় ?
জীবন সমীপে কত চাওয়া পাওয়া
তোমার জন্য রেখেছিলাম অমৃত সুধা
বিষাদগুলো আগলে রেখেছি..
যেন যায় না দেখা !
তোমার বাড়ির সামনে টাতেই
আমার বসে থাকার বারান্দা !