অন্য ভাষায় :
মঙ্গলবার, ০৫:৫৫ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৪, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু, যা বলছে প্রধান দুই দল ঢাকা মহানগর পুলিশের এক সহকারী কমিশনার বদলি বিএসএফের পোশাকে সীমান্তে মাদকের কারবার করতেন রেন্টু কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ ভারতে চতুর্থ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও কাশ্মিরে কেমন ভোট হলো বিভাজন থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত : মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা বেআইনি : হাইকোর্ট আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল : মনোজ মানবদেহে প্রথম ব্রেইনচিপ ইমপ্লান্টে ধাক্কা খেলো নিউরালিংক ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভে অংশ নেয়ায় যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে নগদ টাকাসহ ১২ জুয়ারু আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪৭ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সরন্জামাদিসহ ১২ জুয়ারুকে আটক করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের মজিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়।বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

 

পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে  ভূরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের মৃত তারাব আলীর ছেলে মজিবর রহমানের বাড়িতে অভিযান চালায়।

 

এসময় জুয়া খেলা অবস্হায় বাড়ির মালিক মজিবরসহ একই ইউনিয়নের মৃত আব্দুল বারেকের ছেলে  মোঃ রুবেল (৩৫), মৃত হাছেন আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৫)  নওশাদ আলীর ছেলে মোঃ আফজাল হোসেন (৩২) জামাল উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (৪০) মূত ইছাহক আলীর ছেলে মোঃ সাগর (৩৫) আব্দুল মালেকে ছেলে  মোঃ আলাল মিয়া (৩০) শওকত আলীর ছেলে মোঃ নুরুন্নবী (৩০) আব্দুল আজিজের ছেলে মোঃ আয়নাল হক (৪০) আবুল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (২৫) মৃত রোস্ত আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৫০) ও সোনামিয়ার ছেলে মোঃ আলম (৪০) কে আটক করে পুলিশ।পরে তাদের নিকট থেকে নগদ ১৪ হাজার ৩০০  টাকা, ০৩ (তিন) বান্ডিল তাস ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে রবিবার (৭ মে) সকালে  ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪  ধারা অনুযায়ী একটি মামলা রুজু করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া ও মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব‍্যাহত থাকবে। এ বিষয়ে সাধারণ জনগনের সহযোগীতা ও সমর্থন কামনা করেন তিনি।

###

০৭.০৫.২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com