অন্য ভাষায় :
শুক্রবার, ১০:৫৫ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান চায় চীন বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের দলে যাদের রাখলেন ওয়াকার দীর্ঘ বিরতি শেষে বলিউডে ফিরছেন প্রীতি জিনতা রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী গরমে পোষা প্রাণীর যত্ন দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি

দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার-২০২৩ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

গতকাল ৪ মার্চ ২০২৩ শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে একটি জমজমাট অনুষ্ঠানে ৮ম ‘দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়। দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকাটি গত ৮ বছর ধরে দেশের জনপ্রিয় ও বরেণ্য কবি, লেখক, সংগঠক, সমাজসেবকদের এই পুরস্কারটি দিয়ে আসছে। পত্রিকাটির মুখপাত্র মেহবুবা হক রুমা এই প্রতিবেদককে জানান যে, কবি, লেখক ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, সংগঠক ও সংগঠনকে ‘দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এবার দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার-২০২৩ ছাড়াও দেশের বরেণ্য কজন গুণীজনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়াও একই অনুষ্ঠানে দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার সহযোগী সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ সংস্থার আয়োজনে বেশ কজন গুণী মানুষকে বর্ষসেরা পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে যারা গত বছরে বিভিন্ন কাজে সফল হয়েছেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠশিল্পী, বীর মুক্তিযোদ্ধা তিমির নন্দী। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি আসলাম সানী, সম্মানিত অতিথি ছিলেন জনপ্রিয় কবি ও সম্পাদক শাহীন রেজা, বিশেষ অতিথি ছিলেন, জিয়াউল হক (বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য লেখক, গবেষক, সভাপতি, ঢাকা সাহিত্য পরিষদ), ড. খন্দকার এ. হাফিজ (উপদেস্টা সম্পাদক, দৈনিক বাঙ্গালীর কন্ঠ), কে এম আব্দুল মোমিন (বরেণ্য লেখক, গবেষক, প্রাক্তন রেজিস্ট্রার, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ফারজানা করিম (বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, সিনিয়র সংবাদ উপস্থাপক, ৭১ টিভি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক শফিউল আজম। দৈনিক বাঙ্গালীর কণ্ঠ আজীবন সম্মাননা ২০২৩ পেলেন যারা : তিমির নন্দী (বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠশিল্পী), সিরাজুল ফরিদ (বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য শিশুসাহিত্যিক), আসলাম সানী (বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি), আলমগীর রেজা চৌধুরী (বরেণ্য কবি), ফরিদ আহমদ দুলাল (বরেণ্য লেখক), ঝর্না রহমান (বরেণ্য কথাসাহিত্যিক), আবদুল কাইয়ুম খান (বরেণ্য বীর মুক্তিযোদ্ধা), জিয়াউল হক (বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য লেখক, গবেষক, সভাপতি, ঢাকা সাহিত্য পরিষদ), শাহীন রেজা (বরেণ্য কবি, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব), কে এম আব্দুল মোমিন (বরেণ্য লেখক, গবেষক, প্রাক্তন রেজিস্ট্রার, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সম্মাননা স্মারক ২০২৩ পেলেন : ড. খন্দকার এ. হাফিজ (উপদেস্টা সম্পাদক, দৈনিক বাঙ্গালীর কন্ঠ), মোঃ ফারুক আহমেদ (অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), শফিউল আজম (প্রধান সম্পাদক, দৈনিক বাঙ্গালীর কন্ঠ) এবং মেহবুবা হক রুমা (লেখক, সংগঠক)। দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার ২০২৩ পেলেন : পিয়ারা বেগম (ঔপন্যাসিক), জাহান আরা খাতুন (কথাসাহিত্যিক), আশরাফুল মোসাদ্দেক (লেখক, অনুবাদক), আওলিয়া খানম টুলটুল (প্রাবন্ধিক), দিলু রোকিবা (কবি), নাসিমা বানু (প্রাবন্ধিক) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (কবি), আয়শা জাহান নূপুর (কবি), সৈয়দ নাজমুল হাসান (সিইও, সোহরা টিভি), মোঃ আজিজুল হক (কথাসাহিত্যিক) নাদিরা ইসলাম নাইস (কবি ও কথাসাহিত্যিক), লুৎফুর রহমান চৌধুরী (কবি), বতুল রহমান (সমাজসেবক-মোজাহার হোসেন ফাউন্ডেশন), মোঃ আব্দুল হামিদ সরকার (কথাসাহিত্যিক), স্নিগ্ধা বাউল (কবি), ড. ইসরাত মেরিন (প্রাবন্ধিক), সোনিয়া তাসনিম (কথাসাহিত্যিক), শামীমা আখতার খান রুনি (আবৃত্তিশিল্পী), এম সাইদুর রহমান দুলা (শিশুসাহিত্যিক), লিনা রহমান (শিশুসাহিত্যিক), আইভি সাহা (গীতিকার), মেহেরুন্নেছা (কথাসাহিত্যিক), মোহাম্মদ আব্দুল মান্নান (কবি), ফারজানা করিম (গণমাধ্যম ব্যক্তিত্ব), লায়লা বিলকিস (কবি), মাহবুবা আরিফ সুমি (গল্পকার), মোঃ অরিদুল্লাহ্ (কবি), দিলরুবা আইরিন পম্পি (কবি), বাণী ডিয়ায (গল্পকার), শাহনাজ পারভীন মিতা (কবি), রানা জামান (গল্পকার), কানিজ ফাতেমা রোজী (কবি), মোঃ মতিয়ার রহমান (কবি), মাকসুদা আননাহাল (কবি), বৃষ্টি মাসুদ (কবি), সুলতানা নুরজাহান রোজী (কথাসাহিত্যিক), ডা: অর্থি সাহা (কণ্ঠশিল্পী), তাহেরা আখতার চৌধুরী (কথাসাহিত্যিক), মাসুদা তোফা (শিক্ষাবিদ), মোহাম্মদ আফজাল হোসেন খান (বন্যপ্রাণী আলোকচিত্রী), আজাদী সুলতানা রুমি (প্রকৃতি আলোকচিত্রী), স্বপন রেজা (গবেষক), মোঃ আফজাল হোসেন (কবি), দালান জাহান (কবি), সামুয়েল মল্লিক (কবি), মহুয়া বাবর (গীতিকার-কণ্ঠশিল্পী), সাফিকা নাসরিন মিমি (কণ্ঠশিল্পী), আবু সালেহ আহমদ (লোকসাহিত্য গবেষক), নুরুন নাহার লিলিয়ান (ঔপন্যাসিক), আব্দুর রহমান রনি (সংগঠক), মোহাম্মদ বদরুদ্দোজা (প্রাবন্ধিক), শোভা চৌধুরী কবি ফারহানা হোসেন (কবি), মোঃ শাহাদাত হোসেন (মাহি টেলিকম এ টু জেড, রাজনিতিবিদ, সমাজসেবক), ফারদিন আহমেদ (অদম্য মেধাবী), সৈয়দ একতেদার আলী (আবৃত্তি শিল্পী), শাহাদাত হুসাইন (সম্পাদক, প্রবাসের গল্প সিরিজ), মাঈন উদ্দিন (কবি), হায়াত কামাল (কবি), জেসমিন সুলতানা (কবি), কামরুন নাহার শিপু (কণ্ঠশিল্পী), মো: এবাদুল আল জাফর (কবি), সালমা সুলতানা (গীতিকার), জেবুন্নেছা মুনিয়া (কবি), জান্নাতুন নাঈমা নওরীন (অদম্য মেধাবী), আসমা খানম (শিক্ষাবিদ)। ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (বর্ষসেরা পুরস্কার ২০২২) পেলেন : লায়ন দিদার সরদার (বর্ষসেরা মানবাধিকার সংগঠক) মেহেরুন্নেছা (বর্ষসেরা কথাসাহিত্যিক), কবি মোহাম্মদ আব্দুল মান্নান (মরনোত্তর সম্মাননা), সুলতানা নুরজাহান রোজী (বর্ষসেরা কথাসাহিত্যিক), আওলিয়া খানম টুলটুল (বর্ষসেরা মুক্তিযুদ্ধ গবেষক), ফারহানা হোসেন (বর্ষসেরা কবি ও উপস্থাপক), ডাঃ মোকলেসুর রহমান মুকুল (বর্ষসেরা সামাজিক উন্নয়ন সংগঠক), জান্নাতুন নাঈম (বর্ষসেরা সমাজসেবক)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেহবুবা হক রুমা, জায়েদ হোসাইন লাকী, মেহেদী হাসান শোয়েব, হাবিবা মুস্তারিন, রোকসানা মহুয়া, ফাহিমা সারোয়ার সুফল, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন, নুরুন নাহার শ্রাবনী, সাদিয়া মিকি, বোরহান এবং লিটন। অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন মেহবুবা হক রুমা। অনুষ্ঠানে পুরস্কার প্রদান ছাড়াও ছিল কবিতাপাঠ, আবৃত্তি এবং গান। অনুষ্ঠানটি বিকেল ৩টায় শুরু হয়ে একটানা রাত ৯টায় শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com