অন্য ভাষায় :
মঙ্গলবার, ০৫:২৪ অপরাহ্ন, ০৭ মে ২০২৪, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিএমপি জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন : আইওএমের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সাক্ষাৎ মানবাধিকার পরিস্থিতিতে অগ্রগতি নেই বাংলাদেশের জনপ্রিয়তায় অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা, ট্রলের শিকার কঙ্গনা গরমে টক দই খাচ্ছেন? নিয়ম মেনে না খেলে পড়তে পারেন বিপাকে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ ঢাকায় আসছেন

ক্রিকেটে উন্নতিতে বাংলাদেশের সহযোগিতা চায় সৌদি আরব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৬ বার পঠিত

নিজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশের সহযোগিতা চায় সৌদি আরব। এ আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশের সহায়তা কামনা করেছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন।

গত বুধবার রিয়াদে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল।

বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশনের ভাইস চেয়ারম্যান নাওয়াফ ময়েদ আল ওতাইবি, প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক সাজ্ঞা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রিন্স মিশাল সৌদি আরবে ক্রিকেটকে এগিয়ে নিতে তার বিভিন্ন মেয়াদী পরিকল্পনার কথা ব্যক্ত করে তা বাস্তবায়নে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

প্রিন্স সৌদ বিন মিশালের আগ্রহের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত জানান, ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতা আছে। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা দিয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত আছে।

ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ক্রিকেট বিষয়ে দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সৌদি ক্রিকেট ফেডারেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেন রাষ্ট্রদূত।

তিনি সৌদি ক্রিকেট ফেডারেশনকে বাংলাদেশ সফর ও সরেজমিনে ক্রিকেটের পরিবেশ, প্রশিক্ষণ, ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট ইভেন্ট আয়োজনেরও আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে ক্রিকেট ইভেন্ট আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেয় ফেডারেশন।

এছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ, ট্যালেন্ট হান্ট, ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের বিষয় উল্লেখ করে সৌদি ক্রিকেট ফেডারেশন।

রাষ্ট্রদূত ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা তুলে ধরেন। প্রিন্স মিশাল বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com