রবিবার, ০২:২৩ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৫, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

৩১ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার পঠিত

আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম ব্যাপক নিম্নমুখী হয়েছে। ডলার সূচক ১ দশমিক ৩ শতাংশ কমেছে। গত ৩১ মাসের মধ্যে যা সর্বোচ্চ দরপতন।

সবশেষ ২০২০ সালের মার্চে এত অবনমন ঘটে ডলারের। এরপর আর এ নজির দেখা যায়নি।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্য ওঠে ডলারের। এরপর থেকে তা কমছে। শুধু গত সপ্তাহেই প্রধান আন্তর্জাতিক মুদ্রাটির দর ৪ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

স্বাভাবিকভাবেই এদিন অন্যান্য প্রধান মুদ্রার দাম বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরোর বিপরীতে ডলারের দরপতন হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি ইউরো বিক্রি হয়েছে শূন্য দশমিক ৯৯৯৯ ডলারে।

অন্যদিকে ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়ের বিপরীতে ডলারের মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি স্টার্লিং বিকিয়েছে ১ ডলার ১৪৯০ সেন্টে।

মার্কিন মুদ্রার বিরুদ্ধে শক্তিশালী হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ডলারও। প্রতি অজি মুদ্রা বিক্রি হয়েছে শূন্য দশমিক ৬৫১২ ডলারে। আর কিউই মুদ্রা বিকিয়েছে শূন্য দশমিক ৫৭৩৬ ডলারে। জাপানের মুদ্রা ইয়েনও বেশ অগ্রসর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com