২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। মঙ্গলবার এই চারটি দেশ আসরটির স্বাগতিক হতে বিড করে।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২০৩০ সালটি বিশেষ কিছুই। কেননা সেবছর বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হবে। প্রথম বিশ্বকাপ ২০৩০ সালের আসরটি আয়োজক হয়েছিল উরুগুয়ে। স্বাগতিক দেশ সেবার শিরোপাও জেতে।
মন্টিভিডিওর সেন্তেনারিও স্টেডিয়ামে এক সভায় এমনটি বলেন তিনি। এই স্টেডিয়ামেই আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে।
এর আগে আর্জেন্টিনা ১৯৭৮ ও চিলি ১৯৬২ বিশ্বকাপের আয়োজন করেছিল।
এই চার দেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হলে তা অনেকটা ২০২৬ আসরের আদলেই হবে। কেননা ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
এদিকে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে হলে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়েকে লড়তে হবে স্পেন ও পর্তুগালের সঙ্গে। গত মাসে ইউরোপের এই দুই দেশ ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে যৌথভাবে বিড করেছে।