বৃহস্পতিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৪, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে গ্রামবাসীর পাহারায় দুই মাধক করাবারি আটক

এস এম রুহুল আমিন, গৌরনদী 
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত
বরিশাল গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা জামে মসজিদের ইমাম আবু সালেহ ও সৌদি প্রবাসী মোঃ আবুবক্কার কবিরাজ এর নেতৃত্বে চার ঘাটা যুব সমাজের সদস্যদের পাহারায় আটক হয় দুই মাদক বিক্রেতা।
৭০০পিস ইয়াবা ১ কেজি গাঁজা ও ইয়াবা গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি সহ সোহেল সরদার ও শুভ নামের দুই মাদক বিক্রেতা রাত ১১ টায় গ্রাম বাসীর পাহারায় তাদের আটক করে।পরে দু জনকেই গন পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খোঁজ নিয়ে জানা যায় আটক কৃত সোহেল সরদার দক্ষিণ বঙ্গের মাধক সম্রাট হিরা মাঝির একান্ত লোক। গ্রামবাসীর একটাই দাবি মাধক কারবারিদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। সৌদি প্রবাসী মোঃ আবু বক্কার বলেন গ্রামবাসী আমাদের পাশে থাকলে জীবনের বিনিময় হলেও মাধক নির্মূল করে ছারবো।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকার আওয়ামী লীগ নেতাদের ছত্র ছায়ায় এই বিক্রেতার চক্র সক্রিয়ভাবে মাদক ব্যবসা করে আসে এদের স্বীকারোক্তি মূলক ভাবে জবানবন্দীতে হিরা মাঝির নাম শিকার করে আটক কৃতরা
দীর্ঘদিন যাবত দেলোয়ার আকন সর্দার মোহাম্মদ আবু বক্কার কবিরাজ মাদক বিরোধি আন্দোলন গড়ে তোলার আহবান জানায় এলাকার সর্বস্তরের জনগণের কাছে সেই আহ্বানের ফলপ্রসূ হিসেবে গত পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর মাদকবিরোধী আন্দোলন শুরু হয় কয়েকজন মাদক সেবনকারী কে হাতেনাতে ধরে সেবনকারীদেরকে তওবা করিয়ে মাদক সেবন করবে না বলে ওয়াদাবদ্ধ হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাত দশটায় আবুসালে ও আবুবক্কার কবিরাজের নেতৃত্বে আন্দোলনকারীদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় পাহারা বসায় ও সবচেয়ে বড় একটি চালান আটক করতে সক্ষম হয় পরে ওই দুই বিক্রেতাকে এলাকার জনসম্মুক্ষে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে জবানবন্দি দিলে এই চালান হিরা মাঝির বলে দাবি করে এই বিক্রেতাকারীরা কয়েকবার জেল হাজত খাটে যাবিনে ছাড়া পেয়ে পুনরায় ব্যবসা শুরু করে।
তবে এই মাদকবিরোধী আন্দোলনকারীদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে থাকে মাদক কারবারের লোকজনেরা এবং কিছু লোক সরাসরি মাদকের সাপোর্ট না করলেও মাদকবিরোধী আন্দোলনকারীদেরকে পায়ে পারা দিয়ে ঝগড়া করার ষড়যন্ত্র করে। এ ব্যাপারে মাদক বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের
গণ্যমান্য ব্যক্তি বর্গসহ সকলকে অনুরোধ জানিয়ছেন সৌদি প্রবাসী মোঃ আবুবক্কার কবিরাজ,ও মোহাম্মদ সরদার। আটককৃতরা হলেন :-
১ সোহেল সরদার
পিতা: আজিজ সরদার
গ্রাম: কটকস্থল (সাউদেরখাল)
ওয়ার্ড :৫ নং
উপ: গৌরনদী
জেলা: বরিশাল
২ শুভ মন্ডল
পিতা: সুনিল মন্ডল
গ্রাম: তারাকপি (মইস্তারকান্দি)
ওয়ার্ড:৩নং
উপ: গৌরনদী
জেলা: বরিশাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com