মরহুম জি, এম,আনোয়ার (খোকন) ভাইর রুহের মাগফেরাতের জন্য নাঠৈ সৈয়দ আল- হাফিজ মাদরাসা ও ইয়াতিম খানায় অনুষ্ঠিত দোয়ার অনুষ্ঠানের খন্ড চিত্র ।মহান আল্লাহ সোবহানু তায়ালা মহা পবিত্র ক্বোরান তেলাওয়াৎ এবং ক্বোরানের পাখীদের কারনে এক মোহনীয় বেহেস্তী আবহের সৃষ্টি করছিলেন।
প্রেমময় মহান আল্লাহ এই মাদরাসা, ইয়াতিম খানা এবং নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ সৈয়দ আবদুল মজিদ সাহেব এবং ওঁনার স্ত্রী রওশন আরা মজিদ এর বিদেহী আত্মাকে বেহেস্তের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন!
সে সাথে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন সময়ের কণ্ঠ্যধ্বনি পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন দিদার সরদার – আমীন