মঙ্গলবার, ১২:২০ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন গৃহযুদ্ধের মাঝেই মিয়ানমারে নির্বাচন, কী চাইছে জান্তা? ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করা হয়েছে: উমামা ফাতেমা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মাই টিভির চেয়ারম্যান সাথী এস এম মনিরুজ্জামান মনির বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি শুরু ২৪ আগস্ট ১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ নতুন বিতর্কের মুখে জুলাই শহীদদের ফ্ল্যাট প্রকল্প জুলাই হত্যাযজ্ঞ : শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং ফলাফল ঘোষণা : শীর্ষে রাজশাহী কলেজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের র‌্যাংকিং ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে রাজশাহী কলেজ র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ৭০ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের র‌্যাংকিং ফলাফল ঘোষণা করে।

প্রকাশিত ফলাফলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ৬৪ দশমিক ৫২ পয়েন্ট পেয়ে দ্বিতীয়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ৬৩ দশমিক ৫৬ পয়েন্ট পেয়ে তৃতীয়, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ৬৩ দশমিক ৩৯ পয়েন্ট পেয়ে চতুর্থ ও রংপুরের কারমাইকেল কলেজ ৬৩ দশমিক ২৭ পয়েন্ট পেয়ে জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে।

এছাড়া জাতীয় পর্যায়ে ৫৮ দশমিক ২৫ পয়েন্ট পেয়ে সেরা মহিলা কলেজের স্থান দখল করেছে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ। এছাড়া রাজশাহী কলেজ জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ হিসেবেও মনোনীত হয়েছে। ৬১ দশমিক ৩২ পয়েন্ট পেয়ে জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজের কৃতিত্ব অর্জন করেছে ঢাকা কমার্স কলেজ। প্রকাশিত এ ফলাফলে জাতীয় পর্যায়ে মোট ৭৬টি সেরা কলেজের নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়েরর ভিসি অধ্যাপক ড. মো: মশিউর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন- প্রো-ভিসি অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম প্রমুখ।

মতবিনিময় সভায় ভিসি বলেন, অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তারা র‌্যাংকিংয়ের জন্য ৩১টি ক্রাইটেরিয়ার চ্যাট নির্ধারণ করেন। এ র‌্যাংকিংয়ে অংশগ্রহণের জন্য ২৯১টি কলেজ আবেদন করে। আবেদন যাচাই-বাছাই করে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

নির্ধারিত কেপিআই পয়েন্টের ভিত্তিতে জাতীয় পর্যায়ে আটটি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে চারটি, সিলেট অঞ্চলে ছয়টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের আটটিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এ কলেজ র‌্যাংকিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রণোদনা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com