কেন্দ্রীয় আল্-আমিন ক্রীড়া চক্রের ঐতিহ্য ও গৌরবের ৪৬ বছর পূর্তি ও আল্-আমিন ক্রীড়া চক্র লন্ডন এর ১১ বছর পুর্তি উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডন থেমস নদীর পারে এক আন্দময় বনভোজন ও মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়।
*********
গত ২৮ আগষ্ট বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবারও বর্ষ পুর্তি ও বনভোজনের আয়োজন করা হয়।লন্ডনে থেমস নদীর পারে দুপর ১ টা থেকে বিকাল ৭ ঘটিকা পর্যন্ত।
Thames Barrier Park এর ঘাসের উপরে চাদর বিছিয়ে দুপরের খাবার পরিবেশন থেকে শুরু হয় দিনের কর্মসূচি।
প্রথমেই বালক বালিকাদের দৌড় প্রতিযোগিতা দিয়ে খেলা ধূলার উদ্ভোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মনিরুজ্জামান খান টিপু।
▪ক গ্রুপ ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা বালক (৫ থেকে ১০ বছর)
প্রথম পুরস্কার পায় অন্তত।দ্বিতীয় অংকন ও তৃতীয় পুরস্কার পায় তানজিল।
▪ক গ্রুপ ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা বালিকা(৫ থেকে ১০ বছর)
প্রথম পুরস্কার পায় আয়আত,দ্বিতীয় আলিয়া,তৃতীয় ফাতিমা।
▪খ গ্রুপ১৫০ মিটার দৌড় প্রতিযোগিতা বালক
(১১ থেকে ১৮ বছর)
প্রথম পুরস্কার পায় অন্তত,দ্বিতিয় ইসাত,তৃতিয় জাহি।
▪খ গ্রুপ ১৫০ মিটার দৌড় প্রতিযোগিতা বালিকা
(১১ থেকে ১৮ বছর)
প্রথম পুরস্কার পায় আয়আত,দ্বিতিয় তাবাছছুম,তৃতিয় ছাফরিন।
★বড় মেয়েদের হাড়ী ভাঙ্গা প্রতিযোগিতা
(১৯ প্লাস অবিবাহিতা)
প্রথম পুরস্কার পায় রাফিদা,দ্বিতিয় নিকিতা,তৃতিয় তাবাছছুম।
▪পুরুদের বাকেটে বল নিক্ষেপ প্রতিযোগিতা।প্রথম পুরস্কার পায় জনাব হোসাইন ,দ্বিতিয় জনাব আবু নোমান এবং তৃতীয় জনাব বাসার।
▪ মহিলাদের মিউজিক্যাল পিলো প্রতিযোগিতা।
প্রথম পুরস্কার পায় বাবলী,দ্বিতিয় সাবিহা ও তৃতীয় শিল্পী।
খেলা-ধূলা শেষে সবাই ছুটে যায় থেমস নদীর অপুর্ব দৃশ্য দেখতে।কেহ আবার যার যার মতো দর্শনীয় স্থান গুলি ঘুরে দেখন।বিকাল পাঁচটায় সবাই ফিরে এসে আবারও পার্কের ঐস্থানে একত্রিত হয়।
এরপর শুরু হয় বিকেলের চা চক্রের আয়োজন,প্রতিটি পরিবার নিজের মতো করে খাবার পরিবেশন করেন।পিঠা,পায়েস থেকে শুরু করে সমুচা,সিংঙ্গারা,হরেক রকমের মিষ্ট আরো কতকি।
বিকেল ৬ ঘটিকায় বিভিন্ন খেলা-ধূলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করাহয়।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গোলাম মোর্সেদ সোহেল উপস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি জনাব মেহেদি হাসান বাবু।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ডেগেনহ্যাম এর কাউন্সিলর জনাব ফয়জুর রহমান,কাউন্সিলর জনাব ফারুক আহমেদ,ইন্জিনিয়ার জনাব সালাউদ্দিন আহমেদ,জনাব সেলিম মালিক পাপ্পা,জনাব আবু নোমান,জনাব মহিউদ্দীন আহমেদ টুটুল,জনাব হাবিবুর রায়হান শহীদ,জনাব মামুন আহসান,জনাব গাজী রফিক,জনাব জাহাঙ্গীর খান ও জনাব ফারুক সিগদার।
সংগঠনের পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব নাঈম আহমেদ শ্যমল,জনাবা তানিয়া সুলতানা, জনাব ইকবাল ইউসুফ,জনাব শেখ মামুন,জনাব গোলাম মোর্সেদ মাসুদ,জনাব বাকের আহমেদ,জনাব আইটি ইকবাল,জনাব ফরিদ আহমেদ,গোলাম কিবরিয়া মুরাদ ও আরো অনেকে।
আল্-আমিন ক্রীড়া চক্রের এবারের প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন সকলকে মুগ্ধ করেছে।আগামীতে আরো সুন্দর স্থানে যাওয়ার আশা প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তা বৃন্দ।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজনের ও সমাপ্তি ঘোষনা করা হয়।
মনিরুজ্জামান খান টিপু
সংগঠনের প্রতিষ্ঠাতা
লন্ডন – ইংল্যান্ড