বাংলাদেশের গর্ব – আমাদের লায়ন নাজমুল হক পিএমজেএফ স্যার। লায়ন্স ইন্টারন্যাশনালের ইতিহাসে গৌরবময় অর্জন! বাংলাদেশ থেকে সদ্য নির্বাচিত ইন্টারন্যাশনাল ডিরেক্টর (২০২৫-২০২৭) আমাদের পরম শ্রদ্ধেয় লায়ন নাজমুল হক, পিএমজেএফ স্যার এবং লেডি ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন মওলুদা খাতুন, এমজেএফ ম্যাডাম আজ বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।
বাংলাদেশের লায়নিজম ইতিহাসে এখন পর্যন্ত মাত্র তিনজন এই সম্মানজনক পদে আসীন হয়েছেন, আর আজ চতুর্থবারের মতো এই গৌরব অর্জিত হলো। আপনার ইন্টারন্যাশনাল ডিরেক্টর হিসেবে এটাই প্রথম বাংলাদেশে আগমন, তাই আজকের দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
৪0 বছরের দীর্ঘ লায়ন্স ভ্রমণে অসংখ্য চ্যালেঞ্জ পেরিয়ে আজ আপনি বিশ্ব লায়নিজমে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আমেরিকায় কনভেনশনে সম্মান পাওয়ার সময় আমরা শারীরিকভাবে আপনার পাশে না থাকলেও মানসিকভাবে ছিলাম একসাথে। আজ আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত, আনন্দিত এবং অনুপ্রাণিত।
হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
Salute to our ID – Lion Nazmul Haque, PMJF & Lady ID Lion Mowluda Khatun, MJF.
লায়ন ফিরোজ আহমেদ
প্রেসিডেন্ট
ঢাকা পারিজাত লায়ন্স ক্লাব
লায়ন্স ইন্টারন্যাশনাল
ডিস্ট্রিক্ট ৩১৫বি১, বাংলাদেশ