শুক্রবার, ০৮:৪৯ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৫, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘মায়ের সঙ্গে ঈদ করছেন জয়, কিন্তু লাখ লাখ নেতাকর্মী পরিবারছাড়া’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২ বার পঠিত

ভারতে শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেকে এই ঈদ উদযাপনকে ভালোভাবে নেননি। এই বিষয়ে অনেক নেতাকর্মী নেতিবাচক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

তারা বলছেন, সন্তানের মায়ের সঙ্গে ঈদ করা একটি স্বাভাবিক বিষয়। তবে বর্তমান কঠিন বাস্তবতায় লাখো নেতাকর্মী পরিবার থেকে বিচ্ছিন্ন- কেউ কারাগারে, কেউবা পলাতক অবস্থায়। এই নেতাকর্মীরাও তাদের পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। এমন প্রেক্ষাপটে যদি সজীব ওয়াজেদ জয় বলতেন, ‘আমার দলের নেতাকর্মীরা যখন মা-বাবা ও পরিবারের সঙ্গে ঈদ করতে পারছে না, তখন আমি কেন করব? আমিও করব না।’ তাহলে তার এই কঠোর অবস্থান সবার মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলত। কিন্তু দুঃখজনকভাবে, তিনি এমন কোনো বার্তা দেননি।

তারা আরও বলেন, আগে যেমন দলের ভেতরে ন্যায়ভিত্তিক সমালোচনা করার সুযোগ ছিল না, এখনো তেমনটাই অব্যাহত রয়েছে। বাংলাদেশের রাজনীতি যেন এক অচল দুষ্টচক্রে আটকে আছে- যা শুধু অতীতে নয়, ৫ আগস্টের পরবর্তী সময়েও কাটিয়ে ওঠা যায়নি। শীর্ষ নেতাদের পরিবার ও আত্মীয়স্বজন সবসময় নিরাপদে থাকেন, তাদের কোনো ক্ষতি হয় না। অথচ প্রতিটি সংকটে সামনে পড়েন সাধারণ নেতাকর্মীরাই। জেল, মামলা, নির্যাতনের পুরো বোঝা তারাই বইতে বাধ্য হন। আমরা তো এমন রাজনীতি চাইনি। আমরা চাই একটি নীতিনিষ্ঠ, দায়িত্বশীল ও গুণগতভাবে উন্নত রাজনীতি, যেখানে সকলের জন্য থাকবে ন্যায়ের নিশ্চয়তা।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে এতদিন সজীব ওয়াজেদ জয় মায়ের (শেখ হাসিনা) সঙ্গে দেখা করতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর তিনি বাধ্য হয়ে মার্কিন পাসপোর্ট গ্রহণ করেন। সব জটিলতা কাটিয়ে এবার ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে সময় কাটাতে তিনি ভারতে এসেছেন।

আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা জানান, সজীব ওয়াজেদ জয় ঈদের সময়টা মায়ের সঙ্গে কাটাতে ভারতে গেছেন। এই সফর সম্পূর্ণভাবে পারিবারিক, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় বলে মনে করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ দলটির এ নেতা আরও জানান, তারা পরিবারিক পরিসরেই সময় কাটাচ্ছেন।

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি সফরে এখন পর্যন্ত সজীব ওয়াজেদ জয় কোনো দলীয় আলোচনায় অংশ নেননি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তার কোনো সাক্ষাৎ হয়নি। এমনকি তার কলকাতা সফরেরও কোনো পরিকল্পনা নেই। বরং খুব অল্প সময়ের মধ্যেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণআন্দোলনের চাপে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর এবারই প্রথমবারের মতো তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন।

তথ্যসূত্র : যুগান্তর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com