চলতি বিপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচ ছিল গতকাল শনিবার। আগেই ফরচুন বরিশালের শীর্ষস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল নিশ্চিত হয়েছে প্লে-অফের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল হিসেবে জায়গা পাকা হলো কাদের। পরের স্থানগুলোতে যথাক্রমে চিটাগং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। সামনে এবার প্লে-অফের লড়াই।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। আর তিন ও চার নম্বর দল খেলেবে কোয়ালিফায়ার। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে হারলেও সমস্যা নেই শীর্ষ দল দুইটির। জিতলে সরাসরি ফাইনাল আর হারলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। অন্যদিকে, এলিমিনেটরে জয়ের বিকল্প নেই। হারলে টুর্নামেন্ট থেকে বাদ আর জিতলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে প্রথম কোয়ালিফায়ারে হারা দলের সঙ্গে জিতলে খেলা যাবে ফাইনালে আর হারলে বাদ পড়তে হবে।
আগামী সোমবার প্লে-অফের প্রথম দিনের লড়াই। এদিন চার দলই মাঠে নামবে। এদিন দুপুর দেড়টায় এলিমিনেটরে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
বিপিএলের প্লে-অফ ও ফাইনালের সময়সূচি:
৩ ফেব্রুয়ারি–এলিমিনেটর————–রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স (দুপুর ১টা ৩০ মিনিট)
৩ ফেব্রুয়ারি–প্রথম কোয়ালিফায়ার—–ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)
৫ ফেব্রুয়ারি–দ্বিতীয় কোয়ালিফায়ার—-এলিমিনেটরে বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)
৭ ফেব্রুয়ারি–ফাইনাল——————প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী (সন্ধ্যা ৭টা)