শনিবার, ১২:১৮ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
লোকে লোকারণ্য ময়দান, সমাবেশস্থলে জামায়াতের সেক্রেটারি গ্লোবাল সুপার লিগ : ফাইনালে রংপুরের হার, চ্যাম্পিয়ন গায়ানা গাজায় ইসরায়েলি হামলা চলছেই, প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার বৃষ্টি নিয়ে ৪ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর স্লোগানে মুখরিত ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত কর্মীদের ঢল গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে কমিটি গঠন ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতকে হারিয়ে সিরিজ জমিয়ে তুললো ইংল্যান্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৩৯ বার পঠিত

জমে উঠেছে সিরিজ। লড়াইয়ে ফিরলো ইংল্যান্ড। বাঁচা মরার সমীকরণে দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো জস বাটলারের দল। তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছে তারা। পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ অবস্থায় দাঁড়িয়ে।

রাজকোটে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে ২৬ রানে জিতেছে ইংল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭১ রান তুলে থ্রি লায়ন্সরা। জবাবে সমান ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমেছে স্বাগতিকরা।

রাজকোটে এদিন দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের মিশনে নেমেছিল ভারত। অন্যদিকে ইংল্যান্ডের জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। সিরিজে টিকে থাকতে জিততেই হতো তাদের।

টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। তবে, ঝড় তোলেন আরেক ওপেনার ডাকেট। বাটলারকে নিয়ে গড়ে তোলেন ৪৫ বল স্থায়ী ৭৬ রানের জুটি।

ইংল্যান্ড অধিনায়ককে কট বিহাইন্ড করে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। শুরু করেন উইকেট শিকার। ২২ বলে ২৪ রান নিয়ে ফেরেন বাটলার। অন্যদিকে পঞ্চাশ ছুঁয়েই বিদায় নেন ডাকেট। ২৮ বলে ৫১ রান করেন তিনি।

এরপর প্রায় একার চেষ্টায় দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন লিভিংস্টোন। পাঁচ ছক্কা ও এক চারে তিনি ২৪ বলে করেন ৪৩ রান। এরপর দশম উইকেটে মহামূল্য ২৪ রান যোগ করেন রাশিদ ও মার্ক উড। দুই জনই করেন ১০ রান করে।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ভারত। ।তৃতীয় ওভারে সাঞ্জু স্যামসনকে (৩) ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন আর্চার। ঝড়ের আভাস দিয়ে ১৪ বলে ২৪ রানে থামেন আভিশেক শর্মা।

ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক সূর্য কুমার যাদবও (১৪)। আগের ম্যাচের নায়ক তিলাক ভার্মা থেমে যান ১৮ রানে। ১৫ বল খেলে ৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। ১২.১ ওভারে ৮৫ রানে ৫ উইকেট হারায় ভারত।

এদিকে অনেকটা সময় ক্রিজে থাকলেও বলের সাথে পাল্লা দিয়ে প্রয়োজনীয় রান তুলতে পারেননি হার্দিক পান্ডিয়া। ১৯তম ওভারে ফেরার আগে ৩৫ বলে করেন ৪০ রান। যা কেবল হারের ব্যবধান কমায়।

শেষ ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই যেতে পারেননি দুই অঙ্কে। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার ওভারটন। দুটি করে উইকেট নেন কার্স ও আর্চার। অক্ষর প্যাটেল করেন ১৬ বলে ১৫ রান।

২৪ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার ওভারটন। দুটি করে উইকেট নেন কার্স ও আর্চার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com