বৃহস্পতিবার, ১১:১০ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জানুয়ারির প্রথম দিকেই নতুন বই পাবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর উঠে গেলেন আন্দোলনে আহতরা শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী : অ্যাটর্নি জেনারেল পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে ধোঁয়াশা শহীদ-আতিক-মেহেদীসহ ৪ জন রিমান্ডে

ফলের উপর লবণ ছিটিয়ে খেলে নানা ক্ষতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে আমরা ফলমূল খাই।বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর এসব ফল দেহকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এ কারণে শরীর অসুস্থ থাকলেই আমাদের প্রথমেই ফলের কথা মাথায় আসে। শুধু রোগব্যাধি হলেই নয়, প্রতিদিন অন্তত একটি করে যেকোনো ফল খাওয়া জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে ফল খাওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বদঅভ্যাস রয়েছে। তার মধ্যে সবথেকে ক্ষতিকর হলো- কাটা ফলে লবণ ছিটিয়ে খাওয়া। অনেকেই ফলের স্বাদ বাড়াতে লবণ ছিটিয়ে খেতে পছন্দ করেন।মনে রাখবেন, আপনার এই বদঅভ্যাসে জন্মাতে পারে নানা রোগব্যাধি।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, ফলের উপর লবণ ছিটিয়ে খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লবণসহ ফল খেলে শরীরে পুষ্টি হ্রাস পেতে পারে। পাশাপাশি স্বাস্থ্যকে বিভিন্নভাবে প্রভাবিতও করতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, ফলের উপর লবণ ছিটিয়ে খেলে কী কী ক্ষতি হতে পারে-

পুষ্টির ঘাটতি

ফল প্রাকৃতিকভাবে অনেক প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও ফাইবার সমৃদ্ধ। এগুলো শুধু শরীরে শক্তি জোগায় না, বরং এর সঙ্গে আমাদের হজম শক্তিকেও উন্নত করে। লবণ দিয়ে ফল খেলে ফলের মধ্যে উপস্থিত ভিটামিন সি-এর পরিমাণ কমে যায়, ফলে সেই পুষ্টি উপাদানগুলো কম কার্যকর হয়।

কিডনির উপর প্রভাব 

অতিরিক্ত লবণ খাওয়া শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা তৈরি করে। তাই বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত লবণ খাওয়া কিডনির উপর অতিরিক্ত চাপ ফেলে। এমনকি কিডনির কার্যকারিতাকেও প্রভাবিত করে। এতে কিডনির সমস্যা ও শরীর ফুলে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়।

হজমের সমস্যা 

আমরা সকলেই জানি, ফলের মধ্যে প্রাকৃতিক চিনি থাকে। যা খুব সহজেই হজম হয়। কিন্তু লবণ যোগ করলে তা হজমে প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, গ্যাস, ফোলা বা অ্যাসিডিটির মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। মনে রাখবেন, ফলের সঙ্গে লবণ মিশিয়ে খেলে তাদের প্রাকৃতিক মিষ্টিও কমে যায়। যা থেকে তাদের স্বাদও নষ্ট হয়।

হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব 

অতিরিক্ত লবণ খাওয়া হার্টের জন্য ক্ষতিকর, একথা সকলেই জানি।অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। লবণের সঙ্গে ফল খাওয়া এই সমস্যার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে আপনি যদি হার্টের রোগী হন, তাহলে এই কাজ একেবারেই করবেন না।

রক্তচাপ বৃদ্ধি

চিকিৎসকরা বারবারই বলেন, অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বাড়তে পারে।তাই লবণের সঙ্গে ফল খেলে প্রতিদিনের লবণের পরিমাণ বেড়ে যায়, যা উচ্চ রক্তচাপের মতো সমস্যার জন্ম দেয়। চিকিৎসকরা পরামর্শ দেন, যারা আগে থেকেই রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই অভ্যাস আরও ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com