আজ ৮ আগষ্ট, ২০২৪ সারাদেশে এখন ছাত্র সমাজের জয়জয়কার। তারা এখন রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করছে। কোনো দল পরিষ্কারের কাজে ব্যাস্ত আবার কোনো ট্রাফিকের দায়িত্ব পালনে। এ এক নতুন বাংলাদেশ উপভোগ করছে বাংলাদেশীরা। এখন তারা প্রমাণ করে দিচ্ছে যে, কোনো কাজ যেমন ছোটো নয় , তেমনি কাজ গুলো সঠিক ভাবে পরিচালনা করলে তা সমাজ ও দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। তারা তিন চাকা, চার চাকার যানবাহনের জন্য আলাদা লেন এর ব্যবস্থা করেছে, আছে জরুরি লেনের ব্যবস্থা এম্বুলেন্স এর জন্য। কোনো যানবাহন কে ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের বেশি স্টপেজ এ থামতে দেয় নি। নেই রাস্তায় অহেতুক ট্র্যাফিক জ্যাম। পথচারীদের ফুটপাথ এবং ফুট ওভার ব্রিজ ব্যবহারের নির্দেশ দিচ্ছে। মিরপুর ১০ এ বেশ কয়েকজন পথচারী ও বাস যাত্রীর সাথে কথা বলে তাদের সন্তুষ্টি সম্পর্কে জানা যায়। তারা সবাই এরকম ট্র্যাফিক জ্যামহীন ঢাকা শহর চান বলে মন্তব্য করেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম। সকলের উচিত দেশের সংস্কারে তাদের সহায়তা করা