শনিবার (২৮ অক্টোবর) দুপুরের পর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছেন।
বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এক পর্যায়ে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা পিছু হটে সমাবেশের দিকে সরে যায়।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঢাকা মহানগর পুলিশের সঙ্গে আরও ছয় প্লাটুনি বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে।
১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে, প্রয়োজনে তারা রাস্তায় নামবে বলেও জানান তিনি।