আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের জনসমাবেশ হবে পদ্মা সেতুর দক্ষিণ পশ্চিম প্রান্তের মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নে।
জনসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ জুন) সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের প্রধান সমন্বয়ক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিএম মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ শিবচরের জনসমাবেশ স্থল পরিদর্শন করেন। এসময় এসএসএফ, জেলা প্রশাসন, পুলিশসহ একাধিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরী, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএমসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।