লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর ‘৩৬তম বার্ষিক মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৩’ আন্তর্জাতিক সম্মেলনে ২০২৩–২০২৪—২০২৫ লায়ন্স এর আন্তর্জাতিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন লায়ন নাজমুল হক। নাজমুল হক ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্ধি প্রার্থী লায়ন মোঃ খাইরুল বাসার ৫১৬ ভোট এবং স্বদেশ রঞ্জন সাহা ৩৫৯ ভোট পেয়েছেন।
লায়ন নাজমুল হক বলেন আমি মানবতার সেবায় কাজ করতে চাই সবাইকে নিয়ে কাজ করতে চাই। এবং সকল লায়ন সদস্যদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
হংকং থেকে শুভেচ্ছা বার্তা পাঠান লায়ন দিদার সরদার মানুষ মানুষের জন্য ” শ্রম মানুষের জন্য আর ভালোবাসা রাব্বুল আলামিনের এবং বাংলাদেশের সকল লায়ন – লায়ন লিডার প্রিয়জন আন্তরিকতায় আমরা সফলতা অর্জন করেছি বিপুল ভোটে , রাব্বুল আলামিন প্রভু আমাদের প্রতি সহায় হয়েছেন ” মানুষ মানুষের জন্য – আমীন। আপনার জন্য রইলো শুভেচ্ছা অভিনন্দন।আপনার অক্লান্ত শ্রম মানবতায় মানব কল্যাণে আশা পূর্ণ করেছেন রাব্বুল আলামিন , আমরা স্বদেশের প্রবাসের সকলে আনন্দিত , শুভ কামনা অনিঃশেষ