জ্বরে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দেখা দিচ্ছে শারীরিক নানা জটিলতা। এই অবস্থায় আবারও হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা জানান, গত এক সপ্তাহ ধরে শরীরের তাপমাত্রা ওঠানামা করছে। সার্বিক পর্যবেক্ষণও ভালো নয়। শিগগিরি তাকে হাসপাতালে নেয়া হতে পারে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
লিভার সিরোসিস, ডায়াবেটিস, কিডনীর সমস্যা পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইলচেয়ারে চলাচল করতে হয়। এ পর্যন্ত কয়েক দফায় অসুস্থ্ হয়ে সাড়ে চার মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টানা ৮১ দিন। গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজায়’ যান।
পরিবার ও দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হলেও আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছে না।