কবিতায় কাব্যকথা
________হাজেরা সাথী
যখন রক্তের দামে লিখেছি
একটি দেশ বাংলাদেশ।
আছে অহংকার, আছে প্রেরনার উৎস।
আছে বিজয়ের অহংকার।
আছে স্বাধীনতার দিবসের অহংকার।
আছে মহান একুশে ফেব্রুয়ারি।
জন্মে এই দেশে অহংকার করি আজ।
মাথায় আছে গৌরবেরই তাজ।
১৯৫২ সালে জারি করা ১৪৪ ধারাকে উপেক্ষা করে বাংলার
বীর সেনারা দিয়েছিলো তাজা রক্ত।
ছিনিয়ে এনেছিলো কথা বলার অধিকার।
পলাশ, শিমুলের রক্তে রাঙা
আমাদের ভাষার মান।
ভুলি নাই ভুলবো না সেই অবদান।
বাংলার জনতা দেখিয়ে দিয়েছিলো বায়ান্নতে।
যেদিন বর্বতার নৃশংসতা
হার মেনেছিলো হায়ানার
কালো থাবার কাছে।
মুখের ভাষা কেড়ে নিতে চায়,
রুদ্ধ করে দিতে চায় সমস্ত অধিকার।
বাংলার বীরেরা ঝাঁপিয়ে পড়েছিলো ভাষা রক্ষার প্রতিবাদে।
তাজা রক্তের বিনিময়ে এনেছিলো
ভাষার মান, জীবন দিয়ে রাখতে
হবে সেই বীর শহীদদের মান।
আজ স্বীকৃতি পেয়েছে যে বাংলা ভাষা,
সারাবিশ্ব জুড়ে, সেই ভাষা আমার মায়ের মুখের বুলি,
আমি কি ভুলিতে পারি।
আমরাই প্রথম জাতি যারা
ভাষা রক্ষার জন্য দিয়েছি তাজা রক্ত।
সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার নাম না জানা শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া
বাংলা ভাষা, মায়ের ভাষা, এ ভাষার মান আমাদের সম্মান।