দেশের মানুষ স্বস্তিতে থাকলে বিএনপি অস্বস্তিতে ভোগে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার (৫ই এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, জিনিসপত্রের দাম কমে এলেও তারা এখনও নানান কথা বলেই যাচ্ছেন।
বিএনপি নেতারা একেকসময় একেক কথা বলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা এতদিন নির্দলীয় সরকারের কথা বলে আসলেও এখন আবার বলছে জাতীয় সরকারের কথা। তারা আসলে রাজনৈতিকভাবে খেই হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।