বাংলাদেশে কারখানা স্থাপনের মাধ্যমে শাওমির ‘মেইড ইন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন বাংলাদেশ’ জার্নি শুরু করেছে।
শাওমির স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং পার্টনার হিসেবে গ্লোবাল ইএমএস কম্পানি ডিবিজি কাজ করছে। কারখানা চালুর মাধ্যমে আমরা এরই মধ্যে বড় একটা নিয়োগ দিয়েছি। প্রাথমিকভাবে কারখানাটিতে এক হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। আমরা কারখানায় যে নিয়োগ দিচ্ছি তার ৯৯ শতাংশ বাংলাদেশি। পর্যায়ক্রমে চাহিদার ভিত্তিতে কর্মিসংখ্যা বাড়াব। এটি চলমান প্রক্রিয়া, আমরা ধাপে ধাপে লোক নিয়োগ দেব।
বাংলাদেশে এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজারের বেশি লোক শাওমি ব্র্যান্ডের জন্য কাজ করছে, যার একটা অংশ কারখানায়। আমাদের উৎপাদন যত বাড়বে, কর্মিসংখ্যাও ততই বাড়বে।