শিরোপা লড়াইয়ে জায়গা করে নিতে শেষ রাউন্ডে জয়ের বিকল্প ছিল না বেলজিয়ামের অন্যদিকে ড্র করলেই চলত নেদারল্যান্ডসের। তবে জিতেই লক্ষ্য পূরণ করল নেদারল্যান্ডস। বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালের টিকেট কাটল ডাচরা।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রবিবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভার্জিল ভ্যান ডাইকের একমাত্র গোলে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। অপরাজিত থেকেই পরের ধাপে পা রেখেছে প্রথম আসরের রানার্সআপরা।
ম্যাচের ৭৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন ভার্জিল ফন ডাইক। কোডি গাকপোর কর্নারে গোলমুখে লাফিয়ে উঠে হেডে বেলজিয়ামের জালে বল পাঠান লিভারপুল ডিফেন্ডার। তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
লুই ফন গাল পুনরায় নেদারল্যান্ডসের দায়িত্ব নেয়ার পর টানা ১৫ ম্যাচে অপরাজিত ডাচরা। ১১ জয় আর ৪ ড্র-এর বিপরীতে একটিও হারের মুখ দেখেনি লুই ফন গালের শিষ্যরা।
গত জুনে বেলজিয়ামকে তাদের মাঠে ৪-১ গোলে হারিয়েই আসর শুরু করেছিল নেদারল্যান্ডস। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের সেরা হলো লুই ফন গালের দল। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম।
গ্রুপের অন্য ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পোল্যান্ড। তাদের পয়েন্ট ৭। ১ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগে নেমে গেছে গ্যারেথ বেলের দল ওয়েলস।