অন্য ভাষায় :
মঙ্গলবার, ০৭:০২ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৪, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চট্টগ্রামে কালবৈশাখীর ছোবল’ ৩ ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত সিদ্ধান্ত নেই : জনপ্রশাসন মন্ত্রী উজিরপুরে  অবঃ সেনা সদস্যর ছাদ থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্বে শামসুল হক ফাউন্ডেশন রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা : টিআইবি ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন আল-জাজিরার কার্যালয়ে ইসরায়েলের তল্লাশি জাবিতে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

সাংবাদিকদের কারণেই রাষ্ট্রদূতেরা মাতব্বরি করেন: পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৮ বার পঠিত

সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা বাংলাদেশের নানা অভ্যন্তরীণ বিষয়ে ‘মাতব্বরি’ করেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সাংবাদিকরা সবসময় ‘ময়লা খোঁজেন’ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশের ঢাকা দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন। ওই বিবৃতিদাতা দেশগুলোর মধ্যে ছিল ইতালিও।

প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত রোম সফরে সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে ওই বিবৃতি নিয়ে অসন্তোষ জানানো হয়েছে কি না—তা সাংবাদিকরা জানতে চান। উত্তরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা সেখানে এটা নিয়ে কিছু বলিনি। আমাদের ভদ্রতাজ্ঞান আছে। আপনি ময়লা নিয়ে আলাপ করবেন কেন। আর আপনারা (সাংবাদিকরা) সব সময় ময়লা খোঁজেন। আপনাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে।’

সাংবাদিকদের ‘ভালো জিনিস’ দেখার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কারণে বিদেশি রাষ্ট্রদূতেরা অতি সক্রিয়। রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকমের অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। এটা আপনাদেরও কারণে। যেকোনোভাবে এটা একটা সংস্কৃতি তৈরি হয়েছে অনেক দিনের। এখন সময় এসেছে এটা বন্ধ করার।’

এর দায় কি রাজনীতিবিদদের নেই, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক দিন ধরে এটা তৈরি করেছেন। আমরা এ কালচারটা পছন্দ করি না।’

আহাম্মকের মতো বিবৃতি

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের বক্তব্য বা হস্তক্ষেপ বন্ধে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রীর রোম সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে বৈঠকের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করেছি। সেখানে আমরা বলেছি, আমাদের দেশ সম্পর্কে অনেক দেশের জ্ঞান সীমিত। আমরা বিভিন্ন ইস্যুতে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন— এসব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০টি বিশেষ ব্রিফ তৈরি করেছে। আমরা বলেছি, আপনারা এটা শেয়ার করেন।

‘এমনকি আগুনসন্ত্রাসী নিয়েও বই তৈরি করেছি আমরা। আমরা বলেছি, আপনারা (বাংলাদেশি দূত) ওদের (বিদেশি) সঙ্গে শেয়ার করবেন, জানান দেবেন। এগুলো নিয়ে জানাবেন। তাতে তারা আহমকের মতো হঠাৎ করে বিবৃতি দেবে না। কেউ একজন তাকে (বাংলাদেশি নাগরিক) ধরল আর সে না জেনে কথা বলে দিল!’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, কখনও কখনও তার তহবিলে পয়সা দিল, আর তারা বলে ফেলল। এজন্য আপনাদের (বাংলাদেশি দূত) এটা বড় দায়িত্ব। আপনারা তাদের সঙ্গে (বিদেশি) সাক্ষাৎ করে বড় বড় ইস্যু সম্পর্কে জানান দেবেন। এ ব্যাপারে তাদের জ্ঞান বাড়বে।

ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি প‌শ্চিমা মিশ‌ন। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ১৩ বিদেশি দূতকে ডেকে ঢাকার অসন্তোষের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকার যেসব দূতাবাস গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল তাদের ডাকা হয়। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের আমরা অসন্তোষ প্রকাশ করেছি।’

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না বলেও কূটনীতিকদের জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর সফল হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কৃষি ও পর্যটন খাতে ইতালি অনেক লোক নেবে, তবে বৈধপথে। আমাদের সংখ্যা অনেক বাড়িয়ে দেবে… তবে তারা অবৈধপথে লোক চায় না। বাংলাদেশি নেয়ার জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে এবং এটি নিয়ে আমরা কাজ করছি, যাচাই-বাছাই করছি। এরপর এটি সই হবে দ্রুত।

সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ইতালি কিছু কিছু বিনিয়োগ করছে এবং আরও করবে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com