অন্য ভাষায় :
রবিবার, ০৪:২১ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সরকার পতনের ঘণ্টা বেজে গেছে: মান্না

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৯ বার পঠিত

গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার বলেছে ঢাকাকে অচল করতে দেয়া যাবে না। অথচ সরকার নিজেই ঢাকা অচল করে। গত ১৪ থেকে ১৫ বছরে ক্ষমতায় থেকে সরকার দুঃশাসন চালাচ্ছে। দেশের সমস্ত মানুষ এখন তার অবসান চায়।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বিকেলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-সংকট উত্তরণে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ শীর্ষক এক আলোচনা সভায় মান্না এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৭০ শতাংশ জনগণের সমর্থন তার রয়েছে। এই পরিমাণ সমর্থন থাকলে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। কিন্তু আপনারা সেটা দেবেন না। কারণ তারা জানে, তাদের পতনের ঘণ্টা বেজে গেছে।’

মান্না বলেন, ‘বিএনপির সমাবেশে এখন বানের পানির মতো মানুষ নামে। এক দফা আন্দোলনে আমরা মাঠে নামবো, রাষ্ট্র সংস্কারই এখন মূল আন্দোলন। আমরা সুন্দর একটা সমাজ গড়তে চাই। মানুষ যেন মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারে। লড়াইটা চূড়ান্ত অভিধায় নিতে চাই, সমাজ বদলে দিতে চাই।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘দেশে একটা কিছু হচ্ছে। এমন কিছু, যা পরিস্থিতি বদলে দিতে পারে। এটা অনুভব করতে পারছি।’ সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘জনগণ বলে সরকার বদল হয়, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। ক্ষমতার জন্য সরকার বদল আমরা চাই না। আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করে নির্বাচন করলে জনগণের কাঠগড়ায় তাদের বিচার হবে।’

আবদুর রব আরও বলেন, ‘২৭ তারিখ নিয়ে ইতোমধ্যে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা পাল্টা কর্মসূচি দিয়ে বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে নানা কথা বলছে।’ জেএসডির সভাপতি অভিযোগ করেন, দেশের ৯০ শতাংশ সম্পদ ১০ ব্যক্তির কাছে। তাই ব্যবসায়ীরা বলছেন আপনাকেই (প্রধানমন্ত্রী) ক্ষমতায় থাকতে হবে। কিন্তু পৃথিবীর কোনো শক্তিই আপনাকে রাখতে পারবে না।

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে গত ১৫ বছরে পরিস্থিতি এমন করেছে যে, দেশে এখন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই যারা দূষিত হয়নি। এখন তারাই সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা দরকার তাই করার কথা বলছে।’ চলমান সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতার পথে যেতে হবে, নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রের মঞ্চের এই নেতা বলেন, ‘সরকার মনে করছে, দমন-পীড়ন করে তারা টিকে যাবে। কারণ তাদের সঙ্গে ভারত, রাশিয়া, চীন রয়েছে। মানুষ লড়াই করে তাদের দাবি আদায় করবে, এটাই এ দেশের ইতিহাস।’ বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্ব সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com