অন্য ভাষায় :
সোমবার, ০২:৩৭ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সুদূর উত্তরে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুজন মারা গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলাস্কার সেনা সদস্যরা। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডগলাস ডিসি-৪ নামের ওই কার্গো প্লেনটি মঙ্গলবার ফেয়ারব্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে, প্লেনটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে বিধ্বস্ত হয়।

ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় সাত মাইল দূরে বিধ্বস্ত হয়। এটি নদীর তীরে একটি খাড়া পাহাড়ের ওপর বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়।

ওই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে দুর্ঘটনার বেশ কিছু ছবি পাওয়া গেছে যেখানে দেখা গেছে বেশ কিছু গাছে আগুন ধরে গেছে। তবে এসব ছবি যাচাই করা সম্ভব হয়নি।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্য ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করবে।

বিমানটি আলাস্কা এয়ার ফুয়েল দ্বারা পার্ট ৯১ জ্বালানী পরিবহন ফ্লাইট হিসাবে পরিচালিত হয়েছিল।

একজন মুখপাত্র দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন, এনটিএসবি তদন্তকারীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছে এবং শীঘ্রই তারা সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, ঘটনাস্থল ও সাইটটি নথিভুক্ত করে এবং বিমানটি পরীক্ষা করার পর তারা সব প্রক্রিয়া শুরু করবে। সেই কাজ শেষ হলে, বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক স্থানে পুনরুদ্ধার করা হবে।

মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডগলাস ডিসি-৪ মডেলের প্লেন নির্মাণ করা হয়। বিশ্বে এ ধরনের অল্প কিছু প্লেন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com