অন্য ভাষায় :
সোমবার, ০৬:৫৫ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

কমানো যাচ্ছে না মশা ধারণ ক্ষমতার দ্বিগুণ ডেঙ্গু রোগী বরিশাল শেবাচিমে

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

বরিশালসহ দক্ষিণাঞ্চলে ক্রমশ বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এতে করে আতঙ্কিত নগরবাসী। বিভিন্ন জায়গায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনার স্তূপে বাড়তে পারে মশার প্রজনন বলছেন, সচেতন মহল। দ্রুত সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে এ রোগের সংখ্যা আরো বাড়তে পারে। এরই মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী-পুরুষসহ ৭৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। আর এ রোগে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগই ঢাকা-বরিশাল যাতায়াতকারী। আর বরিশাল সিটি করপোরেশন বলছে, মশা নিধনের জন্য তারা ৩০টি ওয়ার্ডে স্প্রে ও ফগার মেশিন দিয়ে মশা নিধনের কাজ করছে। তবে নগরবাসীর অভিযোগ সিটি করপোরেশনের দেওয়া ওষুধে নিধন হচ্ছে না মশা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও পটুয়াখালী জেলায় ৫০, ভোলায় ১৫, পিরোজপুরে ৩১, বরগুনায় ১৫ ও ঝালকাঠি জেলায় আক্রান্ত নেই। এ নিয়ে বরিশাল বিভাগে চলতি মাসে মোট ৮৯৮ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ছাড়পত্র নিয়েছে ৭০১ জন আর বর্তমানে হাসপাতালে রয়েছে ১৯৬ জন। গতকাল শনিবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়। ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ কমানো যাবে না বলে জানান এই কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com