অন্য ভাষায় :
শুক্রবার, ০৫:৩৬ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

১৫শ’ টাকায় পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৬৮ বার পঠিত

পদ্মা সেতু পার হতে হলে প্রতিটি মোটরসাইকেল চালকদের গুণতে হচ্ছে ১২০০-১৫০০ টাকা। কিন্তু এই টাকা জাজিরার টোল প্লাজার কাউন্টারে দিতে হচ্ছে না। এটা নিচ্ছে স্থানীয় দালাল ও পিকআপ ভ্যান ও ট্রাকের ড্রাইভাররা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচটি স্পট কুতুবপুরের সীমানা, নাওডোবার গোলচত্বর, জমাদ্দার মোড়, নাওডোবার ন্যাশনাল ব্যাংকের সামনে, টোল প্লাজার কাছে স্থানীয় দালাল ও পিকআপ-ট্রাকের ড্রাইভাররা চালকসহ মোটরসাইকেল সিঁড়ি দিয়ে পিকআপ ভ্যান বা ট্রাকে উঠাচ্ছে। প্রতিটি মোটরসাইকেল থেকে ১২০০-১৫০০ টাকা নিচ্ছে। মোটরসাইকেল ও চালকদের পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে তারা।

ভাড়ার ব্যাপারে একাধিক পিকআপ ভ্যান ও ট্রাকের ড্রাইভারের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘আমরা ১২০০ থেকে ১৫০০ টাকা মোটরসাইকেল চালকদের কাছ থেকে নিই এটা সত্য। কিন্তু স্থানীয় দালালদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ৬০০ টাকা করে দিতে হয়। তারপর টোল ভাড়া তো আছে, সব দিয়ে আমাদের বেশি থাকে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দালাল বলেন, ‘আমরা ১০-১২ জন মিলে মোটরসাইকেল পিকআপ ভ্যান ও ট্রাকে উঠিয়ে দিই। আমাদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ৬০০ টাকা করে দেয়। পুলিশসহ আরও অন্য জায়গায় টাকা দিয়ে যা থাকে তা আমরা কয়েকজন মিলে ভাগ করে নিই।’

এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘কী বলবো ভাই আমাদের দুঃখের কথা শোনার কেউ কি আছে? সরকার আমাদের জন্য পদ্মা সেতু করলো। কিন্তু আমরা সেতু দিয়ে পার হতে পারছি না। এখন আমাদের পদ্মা সেতু পার হতে হলে প্রতিটি মোটরসাইকেল বাবদ ট্রাক ও পিকআপে দিতে হয় ১২০০-১৫০০ টাকা। তাও আবার আমাদের পলিথিন দিয়ে পেঁচিয়ে নিয়ে যায়। আগে আমরা ফেরিতে প্রতিটি মোটরসাইকেল বাবদ ভাড়া দিতাম ৭০ টাকা।’

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল ভর্তি পিকআপ ও ট্রাকের গাড়ি থেকে পুলিশ টাকা নেয় এ কথা আপনার কাছ থেকে শুনলাম। এ ধরনের ঘটনা যদি কোনো পুলিশ সদস্য করে থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অজান্তে দূরে পিকআপ-ট্রাক থামিয়ে মোটরসাইকেল উঠিয়ে সেতু পারাপার হতে পারে। ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com