মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টাকালে জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে লাঠি চার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে স্লোগান দিয়ে জামায়াতের নেতাকর্মীরা আরামবাগ এলাকা থেকে শাপলা চত্বরে দিকে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের বাধা পেয়ে প্রায় তারা সরে যায়। তবে কাউকে আটকের বিষয়ে পুলিশ কিছু জানায় নি।
এ বিষয়ে মতিঝিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে নটরডেম কলেজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে বেআইনি সমাবেশ করার অপরাধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।
এর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। যদিও পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়নি। গতকাল ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রফেসর মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানান।
এদিকে সকালে জামায়াতের মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘোষিত কর্মসূচি উপলক্ষে দুপুরে মতিঝিল সমাবেশস্থলে যোগ দেবেন তারা।