বুধবার, ০৩:৩৫ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভালুকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১২৮ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে নবী হোসেন (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো: মোস্তফার ছেলে নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাহফুজসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি উদ্ধার ও সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com