অন্য ভাষায় :
শনিবার, ০৯:৪৮ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়াই খুলে দেয়া হয় মোরবি সেতু!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৭৩ বার পঠিত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের মোরবি জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সেতুটিতে ৫০০ জনেরও বেশি লোক ভিড় করেছিল।

রাজ্য সরকার দুর্ঘটনার দায় স্বীকার করেছে।

গুজরাটের একজন মন্ত্রী ব্রিজেশ মের্জা গণমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে সেতুটির সংস্কার হয়েছে। আমরাও হতবাক। সরকার এই ট্র্যাজেডির জন্য দায়ী।’

নাগরিক সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঔপনিবেশিক আমলের সাসপেনশন সেতুটি মেরামতের জন্য ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। মাত্র চার দিন আগে ২৬ অক্টোবর ফিটনেস সার্টিফিকেট ছাড়াই পুনরায় জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।

মোরবি পৌরসভার প্রধান কর্মকর্তা সন্দীপসিংহ জালা বলেন, ‘সংস্কারের কাজ শেষ হওয়ার পর কোনো ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।’

রাজ্য সরকার ট্র্যাজেডির দায় স্বীকার করে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম ঘোষণা করেছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com