বিশ্বকাপের আবহে নিজেদের মুড়িয়ে নিলো বাংলাদেশ। আজ সকালে টাইগাররা পা রেখেছে বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়াতে। সাকিব আল হাসান ছাড়া পুরো দলই পৌঁছে গেছে ব্রিসবেনে। অকল্যান্ড থেকে বাংলাদেশ দলকে বহনকারী বিমান সকাল ১০টার পর পরই ব্রিসবেনে পৌঁছেছে।
ভাগ্যের নির্মম পরিহাস। অস্ট্রেলিয়ায় পা রাখা দলের সাথে ছিলেন না ঘোষিত বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান ও সাইফুদ্দীন। ধারাবাহিক ব্যর্থতার ফলে বিশ্বকাপের আগ মুহূর্তে বাদ পড়েছেন তারা। তাদের সর্বনাশে পৌষ মাস হয়েছে সৌম্য সরকার ও শরিফুলের। শেষ মুহূর্তে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ হয়ে গেছেন তারা।
আজ বিশ্রামে থেকে আগামীকাল অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ। ১৭ ও ১৯ অক্টোবর দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৭ তারিখ আফগানিস্তান ও ১৯ তারিখ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের মূল বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ তারিখ, পাকিস্তানের বিপক্ষে।
এদিকে দলছুট হয়ে সাকিব গতকালই চলে এসেছিলেন অস্ট্রেলিয়ায়। আজ মেলবোর্নে বিশ্বকাপে অংশ নেয়া বাকি দলগুলোর অধিনায়কদের সাথে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছেন তিনি।