আজ জুলাই ২৭, ২০২৫ ইং রবিবার সময়ের কন্ঠধ্বনির প্রকাশক ও সম্পাদক দিদার সরদারের শুভ জন্মদিন আজ।
জন্ম আবর্তন দিনটি প্রতিটি মানুষের জন্য , এবং বাবা মায়ের আত্মার শান্তি কামনা করছি । আমিও এর ব্যতিক্রম নয় জন্মসূত্রটিতে! প্রভু রাব্বুল আলামিন যে ভাবে রেখেছেন জন্মের পরবর্তী সময় সুখে দুঃখে আনন্দে আলহামদুলিল্লাহ , প্রভু আপনি আমার মতো এই ক্ষুদ্র মানুষটিকে সম্মানের স্থানে রেখেছে বিশ্বময় , আমি কৃতজ্ঞ আপনার প্রতি এবং পূর্ণ বিশ্বাসে । সৃষ্টিকর্তার আপনার নিকট চেয়ে আসছি এবং এখনো মনেপ্রাণে প্রত্যাশা যতদিন জীবিত রাখবেন মানুষ মানুষের জন্য ” মানবতায় জীবন উৎসর্গ করতে চাই একমাত্র আপনার দয়া ও করুণায় আর প্রিয় মানুষদের অনেক অনেক ভালোবাসায় , প্রিয় মানুষ বন্ধু প্রিয়জনেরা আপনারা ভালো থাকবেন সর্বদা ন্যায়ের পথে পরিবারের সবাইকে নিয়ে এবং সাথে আমার জন্য দোয়া মানব সেবায় নিবেদিত থাকতে পারার জন্য – প্রভু মহান – আমীন
তিনি হংকং প্রবাসী। মানুষের সেবায় তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে বিশেষ ভূমিকা। তিনি ইতোমধ্যে বেসকয়েকটি ইন্টারন্যাশনাল সেবামূলক সংগঠনের সাথে জড়িত। প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর –৩১৫ বি ১ – বাংলাদেশ, ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR), পরিচালক জাতীয় কবি পরিষদ (জাকপ)।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
সময়ের কন্ঠধ্বনি পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিনের এই বিশেষ দিনটিতে রইলো অনেক অনেক শুভেচ্ছা।আপনার সুস্বাস্থ্যও দীর্ঘায়ু কামনা করছি। নিরন্তর শুভ কামনা, ভালো থাকুন সবসময়।